স্টাফ রিপোর্টারঃ
অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকালবেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা, মহানগর ও সদর উপজেলার নেতৃবৃন্দ ময়মনসিংহ শহীদ মিনারে বেদীতে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪ তারিখ সকাল ৮ ঘটিকায়
ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শিবলী সাদিক খান সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার সোহেল খান, মহানগর সভাপতি শাহ রেজাউল করিম রেজা সাধারন সম্পাদক সুলতান মাহমুদ এর নেতৃত্বে জেলা ও মহানগরের জাহাঙ্গীর আলম শামীম, সোলায়মান মিয়া মহন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, মাসুদ তালুকদার, মোখলেছুর রহমান, রিয়াজ উদ্দিন মুরাদ, সদর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের, আবুল কালাম আজাদ, মাসুদ রানা, আবু বক্কর রিপন, এড. মুঞ্জুরুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা শামছুদ্দিন, , বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, , বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, নুরজাহান ভূঁইয়া, মাধবী চৌহান প্রমুখ, শহীদ মিনারে বেদীতে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সহ মহিলা শ্রমিক লীগ, অন্যান্য সহযোগী, ভ্রাত্রিপ্রতিম সংগঠন, সামাজিক, সংস্কৃতি সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে প্রথম প্রহরে ময়মনসিংহ সদর ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মহিত উর রহমান শান্ত পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে বিভাগীয় জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দল সমূহ, ও সরকারি বেসরকারি দপ্তর, সামাজিক, সংস্কৃতি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।