নিজস্ব প্রতিবেদক :
বন্দর নগরীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র চট্টগ্রাম জেলা শাখা’র আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৮ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর পাহাড়তলীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দৈনিক দেশবাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সোহাগ আরেফিন দৈনিক স্বাধীন সংবাদ এর ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলামকে আহ্বায়ক ও দিগন্তের বার্তা’র সিনিয়র প্রতিবেদক হুমায়ূন কবির রাব্বিকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
বিএমইউজে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এর সুপারিশ ক্রমে কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ চট্টগ্রাম জেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
উক্ত আহবায়ক কমিটিতে আরো রয়েছেন যুগ্ন আহবায়ক পদে মিজানুর রহমান মিজান(দৈনিক পূর্বকোণ) এবং মহিউদ্দিন সাগর(দি বাংলাদেশ টুডে, সদস্য পদে রয়েছেন মোহাম্মদ মাজহারুল ইসলাম(দি বাংলাদেশ টুডে), মোহাম্মদ বেলাল উদ্দিন(দৈনিক প্রতিদিনের কাগজ), মোহাম্মদ আবদুল কাদের রাজু (দৈনিক সাঙ্গু), শাহরিয়ার সুমন (দৈনিক সরোজমীন বার্তা), মোঃ রুবেল (দৈনিক একুশে সংবাদ), মোহাম্মদ নুরুল আমিন সোহেল (দৈনিক নবজীবন ), আবুল হাসনাত মিনহাজ (দৈনিক প্রতিদিনের কাগজ)।
এসময় উপস্থিত ছিলেন মাই টিভির প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, দৈনিক আমাদের মাতৃভূমির ব্যুরো প্রধান মোঃ মুরাদ, দৈনিক স্বাধীন সংবাদের প্রতিবেদক রাজীব আহমেদ, দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিবেদক মো: আরিফ, ক্যামেরা জার্নালিস্ট মোঃ আয়াজ সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।