হোসাইন আলী, ময়মনসিংহ :
বিভিন্ন অস্থায়ী দোকানে আলাদা আলাদা ভাবে সাজানো রয়েছে নানান রকমের প্রয়োজনীয় সামগ্রী। সেখানে রয়েছে- মুরগি, পেঁয়াজ, আলু, চিনি, সেমাই, ডাল, বিভিন্ন রকম সবজি, শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট ইত্যাদি। এ হাট থেকে টাকা ছাড়াই নিজের পছন্দ অনুযায়ী কেনাকাটা করেছেন ১০০ জন প্রতিবন্ধী।
শনিবার (৬ এপ্রিল ২০২৪) ময়মনসিংহ সদর উপজেলার রাজগঞ্জ লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে এমন ঈদ হাটের আয়োজন করে অটিজম ও প্রতিবন্ধী পুনর্বাসন সংস্থা। এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থাটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল।
তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও প্রতিবন্ধীদের জন্য এমন ঈদের হাটের আয়োজন করা হয়েছে। এ বছরও সদর উপজেলার রাজগঞ্জ লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার শতাধিক প্রতিবন্ধীকে ঈদের যাবতীয় জিনিস দেওয়া হয় এই হাট থেকে। তারা নিজ হাতে চাহিদা মতো জিনিস নিতে পেরেছেন। এতে তারাও খুবই আনন্দিত।
এ সময় উপস্থিত ছিলেন- সমাজসেবক আলী ইউসুফ, ফখরুল ইসলাম সায়েম, আলী আহসান ভুঁইয়া সুমন, শুভ্র চক্রবর্তী, ইউপি সদস্য আমিনুল ইসলাম, রজিবুল করিম আশিক, কামরুল ইসলাম সুমন, আবু আল সাঈদ সিফাত প্রমুখ।
এই হাটের সহযোগিতায় ছিল ক্লিন আপ বাংলাদেশ, সাহেব কাচারী যুব পরিষদ, প্রিয়জন সংগঠন, স্কাউটার রফিকুল ইসলাম ওপেন স্কাউট গ্রুপ, সুমন ফেম, আইকনিক ময়মনসিংহ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
প্রধান কার্যালয়: মতিঝিল প্লাজা (৪র্থ তলা), ১৯৩/সি-১,ফকিরাপুল,ঢাকা-১০০০। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৮,চরপাড়া, মেডিকেল কলেজ গেইট, সদর,ময়মনসিংহ। মোবাইল : ০১৩২১-৬৫০১০০, অফিস: ০১৮৯৬-২৮২০৪০, সম্পাদক : ০১৩২১-৬৫০১০০
Email : dailynobovoor@gmail.com
Copyright © 2024 দৈনিক নব ভোর. All rights reserved.