সামদানি হোসেন বাপ্পি,ময়মনসিংহ :
১৯ ফেব্রুয়ারি ২০২৪ (সোমবার) ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ সম্মানিত পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে আসন্ন টিআরসি নিয়োগ পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পর্কিত বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং-এ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রত্যেক অফিসার তার অধীনস্ত ফোর্সকে নিজেদের দায়িত্ব সম্পর্কে বাস্তবমুখী ব্রিফিং প্রদান করেন। পরবর্তীতে মান্যবর পুলিশ সুপার মহোদয় নিয়োগ পরীক্ষার সকল স্তরে সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কোনো বিচ্যুতি পরিলক্ষিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও সকলকে সতর্ক করেন। যেসকল প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে আসবে তারাই পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে আবির্ভূত হবে, কাজেই তাদের সাথে ধৈর্য্য ও সহনশীলতার সাথে সুন্দর ব্যবহার প্রদর্শন করতে হবে যেন তারা বাহিনী সম্পর্কে ইতিবাচক মনোভাব ধারণ করে বলে পুলিশ সুপার মহোদয় নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
প্রধান কার্যালয়: মতিঝিল প্লাজা (৪র্থ তলা), ১৯৩/সি-১,ফকিরাপুল,ঢাকা-১০০০। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৮,চরপাড়া, মেডিকেল কলেজ গেইট, সদর,ময়মনসিংহ। মোবাইল : ০১৩২১-৬৫০১০০, অফিস: ০১৮৯৬-২৮২০৪০, সম্পাদক : ০১৩২১-৬৫০১০০
Email : dailynobovoor@gmail.com
Copyright © 2024 দৈনিক নব ভোর. All rights reserved.