নিজস্ব প্রতিবেদক :
বিভিন্ন অসহায় মানুষের প্রান্তে ছুটে চলা ক্লান্তিহীন এক মেধাবী তরুণ এহেমার হোসেন রাজা। তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন শ্রেণীর অসহায় দুঃস্থ মানুষদের পাশে তার সাধ্য অনুযায়ী থাকার চেষ্টা করে যাচ্ছেন।
জানা যায়, চলমান রমজানের শুরু থেকেই বিভিন্ন অসহায়, গরীব মানুষের বাসায় ইফতারের বাজার, ঈদ উপহার এবং ঈদের বাজার তিনি নিজে গিয়ে পৌঁছে দিচ্ছেন।
গত এক সপ্তাহ আগে ময়মনসিংহ নগরীর জয়নাল আবেদিন পার্কে এক মহিলাকে ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে নিজ অর্থে ফুলের ব্যবসা ধরিয়ে দেন তিনি, সেই মহিলা এখন প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করেন বলে জানা গেছে। নিজের সংসার চালানোর পাশাপাশি, ছোট ছেলেমেয়েদেরকে ভালো-মন্দ খাওয়াতেও পারছেন এই নারী।
তেমনি ভাবে গতকাল রাতে নগরীর নতুন বাজার এলাকায় এক মহিলা নিরুপায় হয়ে ভিক্ষাবৃত্তি করছে এমনটি শোনার পর তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন তরুণ ক্রিকেটার রাজা। তিনি নিজে পান,চকলেট,সিগারেট এবং বিভিন্ন জিনিস কিনে এনে তাকে একটি ঢালায় সাজিয়ে পড়িয়ে দেন।
সেই ভিক্ষাবৃদ্ধি করা মহিলাটি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তখন। মহিলাটি বলেন, আমি মানুষের কাছে হাত পাততে চাই না, কিন্তু নিরুপায় হয়ে তা করতে হয়। আমার কর্মের ব্যবস্থা করে দিয়েছেন। আমি খুব খুশি,এখন থেকে নিজে ব্যাবসা করে চলবো আর ভিক্ষা করবো না।
তরুণ এই ক্রিকেটার এহেমার হোসেন রাজা বলেন, আমি চাই সবাই সবার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান,তাতে কিছু টা হলেও সমাজের পরিবর্তন ঘটানো সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
প্রধান কার্যালয়: মতিঝিল প্লাজা (৪র্থ তলা), ১৯৩/সি-১,ফকিরাপুল,ঢাকা-১০০০। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৮,চরপাড়া, মেডিকেল কলেজ গেইট, সদর,ময়মনসিংহ। মোবাইল : ০১৩২১-৬৫০১০০, অফিস: ০১৮৯৬-২৮২০৪০, সম্পাদক : ০১৩২১-৬৫০১০০
Email : dailynobovoor@gmail.com
Copyright © 2024 দৈনিক নব ভোর. All rights reserved.