কবি,কলামিস্ট ও রাজনীতি বিশেষজ্ঞ, অথই নূরুল আমিন:- প্রথম ভাষাও ভাষার ক্ষেত্রে প্রথম।
এককথায় পৃথিবীর সকল ভাষাই কিন্তু মানুষের সৃষ্টি। এটা মানব জাতির বিরাট গর্বের বিষয়। প্রকৃত ইসলামের ইতিহাস থেকে জানা যায়, যুগে যুগে নবী রাসূল গনের কাছে স্বয়ং আল্লাহ্ প্রেরিত ওহি প্রেরণ করেছেন। সেই ওহি অর্থাৎ আল্লাহর প্রেরিত বার্তা তখন তিনি পেশ করেছেন। সেই জাতির মাতৃভাষায়। যে ভাষায় যে জাতি যখন কথা বলতো।
পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আ.) এর প্রথম ভাষা অথবা কথা ছিল আলহামদুলিল্লাহ্। যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।।
বাংলা ভাষায় প্রথম রামায়ন অনুবাদ করেন কৃত্তিবাস।
এটাও ইতিহাসে পাওয়া যায়। মানব শিশুর প্রথম ভাষার নাম " বাবলিং"
বিশ্বের প্রথম ভাষা লিখন পদ্ধতির নাম " হায়রোগ্লিফিকস্"। সর্ব প্রথম হাতে কলমে বা কাঠিতে লিখন পদ্ধতি আবিস্কৃত হয় মিশরের কোনো এক গজ্ঞে।
মানব জাতির মাঝে সর্ব প্রথম অক্ষর জ্ঞান দান করেন হযরত ইদ্রিস (আ.)
এই কথাটি চির সত্য যে মানব জাতির সর্ব প্রথম কি ভাষা ছিল। কোন্ ভাষায় তারা তখন কথা বলত। সেই ভাষা জানা যায়নি এখনো।
তখনকার সময় পৃথিবীর প্রথম মানব আদম( আ.) এর ভাষাই ছিল পৃথিবীর প্রথম ভাষা। তবে এখনো জানা যায়নি সেই ভাষার ধরন কি ছিল এবং ভাষাটি কোন্ ধরনের ছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
প্রধান কার্যালয়: মতিঝিল প্লাজা (৪র্থ তলা), ১৯৩/সি-১,ফকিরাপুল,ঢাকা-১০০০। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৮,চরপাড়া, মেডিকেল কলেজ গেইট, সদর,ময়মনসিংহ। মোবাইল : ০১৩২১-৬৫০১০০, অফিস: ০১৮৯৬-২৮২০৪০, সম্পাদক : ০১৩২১-৬৫০১০০
Email : dailynobovoor@gmail.com
Copyright © 2024 দৈনিক নব ভোর. All rights reserved.