নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ফেসিস্ট জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বেলা ১১টায় ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচী পালন করে গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফেসিস্ট জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নির্মম গণহত্যা চালানো হচ্ছে। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী শিশুসহ নিরীহ ফিলিস্তিনিদের। বিশ্ব মানবতা আজ ভূলুণ্ঠিত। মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনে। ইসরায়েল কর্তৃক পানি, বিদ্যুৎ, গ্যাস সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে। চালানো হচ্ছে মুহুর্মুহ স্থল ও বিমান হামলা। নারকীয় ধ্বংসচিত্র আজ ফিলিস্তিনে দৃশ্যমান। সাম্রাজ্যবাদী অস্ত্রবাজ অপশক্তি ইসরায়েলকে দিয়ে অপখেলায় লিপ্ত। বিশ্বের তথাকথিত মানবতাবাদীরা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ফিলিস্তিনে সাম্রাজ্যবাদী জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে আজ সারাবিশ্বে জনমত গড়ে উঠেছে। বিশ্বের সচেতন মানুষ সরব এই আগ্রাসন গণহত্যার বিরুদ্ধে। মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে আগ্রাসন গণহত্যা বন্ধের লক্ষ্যে বিশ্ব সম্প্রদায়কে একতাবদ্ধ হয়ে যথাযথ ভূমিকা পালন করার জন্য জোর দাবী জানান।
সংগঠনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মো: শাহজাহান এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব:) তফিল উদ্দিন মন্ডল, আব্দুল হান্নান আল আজাদ, মো: ওসমান ফারুক, মো: কামরুল ইসলাম, ফারুক আহমেদ খান, মো: আহসান কাদের মাহমুদ, শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, তানজিল হুসাইস মুণিম, সজীব দাস, মো: মনিরুল ইসলাম রাকিব প্রমূখ।