নিজস্ব প্রতিবেদক
বিনামূল্যে ডেন্টাল ক্যাম্পেইন এর আয়োজন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর যুব কাউন্সিলরগন।
গত ১১ই অক্টোবর ২০২৪ রোজ (শুক্রবার) সকাল ৯:০০ ঘটিকা হতে শুরু হয় বলাশপুর বাজার রেলওয়ে ঈদগাহ মাঠে বিনামূল্যে ডেন্টাল ক্যাম্পেইন। উক্ত ক্যাম্পেইনে দন্ত বিশেষজ্ঞ সার্জন ও ডেন্টিস্টগন রোগীদের সেবা প্রদান করেন।
উক্ত ওয়ার্ডের যুব কাউন্সিলর মোঃ সজিব হাসান সানির সঙ্গে কথা বলে জানা যায় সেখানে প্রায় ১৮০+জন রোগী দেখা হয়। দিনব্যাপী এতিমখানা সহ আবাসন বলাশপুর আশেপাশে এলাকার অনেকেই আসেন এই সেবা নিতে।
আয়োজকগন টুটপেস্টও উপহার দেন সেবা নেওয়া রোগী দের।
সেবা গ্রহীতাগন এইরকম ঘরের কাছে বিনামূল্যে সেবা পেয়ে খুশি।
আয়োজকগন আরও বলেন এই ধরনের মানবিক কাজ বিভিন্ন সময়ে চলমান থাকবে।