অথই নূরুল আমিন
বিশ্বাস বড় অমূল্য
মানুষের জীবনে বিশ্বাস শব্দটা বড় অমূল্য চরিত
জীবনের শুরু থেকে যেন একেবারে শেষ পযর্ন্ত
আমরা মানব সমাজ যেন বিশ্বাসই নির্ভরশীল
কোনো না কোনো ক্ষেত্রে, নতুবা জীবন অচল।
কোনো লোকাল বাসে একমাত্র ড্রাইভার ভরসা
বিমানের পাইলট, জাহাজের নাবিকই আশা
রোগীর ক্ষেত্রে প্রবাদের প্রভু যেন সেই ডাক্তার
বৃদ্ধ বয়সে বারডেমের গাইড লাইন সবার।
স্বামী স্ত্রী একই ঘরে, জীবনযাপন যেন অন্ধ বিশ্বাস
ডুপ্লেক্স বাড়ির কেয়ারটেকার থাকায় মনে উল্লাস
মামলার পক্ষের আইনজীবী যেন সবচেয়ে ভরসা
জামিন হতে পারে ভেবে, কয়েদির রাতভর আশা।
সবচেয়ে বড় করে আছে নদীতে মাছ ধরা মাঝিরা
তাদের বিশ্বাস, কালকে জালে পরবে মাছ ধরা
রিকশাওয়ালারও বিশ্বাস আছে যাত্রী তার হবে
তারপর, কিছু হাট বাজার। চা পানের খরচ উঠবে।
এভাবেই সারা জগত চলছে বিশ্বাসের জোরে
তারপরও কিছু অবিশ্বাস কিছু প্রতারণার তরে
সত্যিকার অর্থে সমাজে অসুন্দর করে বিরাজ
জিতে যাক বিশ্বাস, সদায় সুন্দর হোক এই সমাজ।
১৮/১০/২০২৪
সম্পাদক ও প্রকাশক : মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
প্রধান কার্যালয়: মতিঝিল প্লাজা (৪র্থ তলা), ১৯৩/সি-১,ফকিরাপুল,ঢাকা-১০০০। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৮,চরপাড়া, মেডিকেল কলেজ গেইট, সদর,ময়মনসিংহ। মোবাইল : ০১৩২১-৬৫০১০০, অফিস: ০১৮৯৬-২৮২০৪০, সম্পাদক : ০১৩২১-৬৫০১০০
Email : dailynobovoor@gmail.com
Copyright © 2024 দৈনিক নব ভোর. All rights reserved.