নিজস্ব প্রতিবেদক :
২১ শে, ফেব্রুয়ারি ২০২৪, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ময়মনসিংহের টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে, পুষ্পস্তবক অর্পণ করেন, আওয়ামী লীগের দুঃসময়ের রাজপথের লড়াকু সৈনিক, সাবেক ছাএলীগ নেতা, ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, এবং আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী, এডভোকেট সাদেক খান মিল্কী টজু।
এসময়ে আরও উপস্থিত ছিলেন ছাএলীগের সাবেক সভাপতি- তাজ উদ্দিন আহমেদ রানা, মসিক ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক- মনির শিকদার, আওয়ামী লীগ নেতা- সাজ্জাদ হোসেন সাজু, আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ অসংখ্য কর্মী সমর্থক গন।
তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী নেতা হিসেবে তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের খুবই পছন্দের একজন মানুষ। জনগনের সমর্থনেই তিনি এবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়,আগামী ৯ ই মার্চ, মসিক নির্বাচনে জনসমর্থনেও এগিয়ে আছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
প্রধান কার্যালয়: মতিঝিল প্লাজা (৪র্থ তলা), ১৯৩/সি-১,ফকিরাপুল,ঢাকা-১০০০। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৮,চরপাড়া, মেডিকেল কলেজ গেইট, সদর,ময়মনসিংহ। মোবাইল : ০১৩২১-৬৫০১০০, অফিস: ০১৮৯৬-২৮২০৪০, সম্পাদক : ০১৩২১-৬৫০১০০
Email : dailynobovoor@gmail.com
Copyright © 2024 দৈনিক নব ভোর. All rights reserved.