সামদানি হোসেন বাপ্পী,ময়মনসিংহ :
ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা, কোচিং সেন্টার বন্দে কঠোর হুঁশিয়ারি
আজ ১৫ ফেব্রুয়ারি,২০২৪ ইং তারিখ, একযোগে সারাদেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায়
শিক্ষার্থীরা সকাল ১০ থেকে পরীক্ষার হলে অংশ নিয়েছেন। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিনে এবার ১ লাখ ২০ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা মিলেয়ে মোট ১৫৫ টি কেন্দ্র ৬১ হাজার ১৩৭ জন ছেলে এবং ৫৯ হাজার ১৯৮জন মেয়ে শিক্ষার্থী পরিক্ষায় অংশ নেয়। পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিবেশ পরিদর্শনে এসে সন্তোষ প্রকাশ করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বোর্ড চেয়ারম্যান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, এসএসসি পরীক্ষা চলাকালে সকল কোচিং সেন্টার বন্ধের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।