এম.এ.সোহান রুকন,ময়মনসিংহ :
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রেনযাত্রী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের বিপরীতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গোপাল পাল। তিনি নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন।
রেলওয়ে থানার উপ-পরিদর্শক দীপক পাল জানান, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যায় ময়মনসিংহ জংশনে প্রবেশ করে। এসময় ট্রেনের যাত্রী গোপাল পাল প্রস্রাব করতে ৩ নম্বর প্লাটফর্মের বিপরীতে পরিত্যক্ত বগির পেছনে অন্ধকার স্থানে যায়। ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোপাল গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়,ঘটনার তদন্ত চলছে। খুব শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
প্রধান কার্যালয়: মতিঝিল প্লাজা (৪র্থ তলা), ১৯৩/সি-১,ফকিরাপুল,ঢাকা-১০০০। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৮,চরপাড়া, মেডিকেল কলেজ গেইট, সদর,ময়মনসিংহ। মোবাইল : ০১৩২১-৬৫০১০০, অফিস: ০১৮৯৬-২৮২০৪০, সম্পাদক : ০১৩২১-৬৫০১০০
Email : dailynobovoor@gmail.com
Copyright © 2024 দৈনিক নব ভোর. All rights reserved.