নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ অঞ্চলের প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্র’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানাগেছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
১১ অক্টোবর,২০২৪ শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ বাইদ্দা পাড়া এলাকায় একটি চা- স্টলে বসে চা খাচ্ছিলেন নিহত সাংবাদিক স্বপন ভদ্র সহ কয়েকজন। হঠাৎ করেই সাগর নামের এক যুবক তার উপর অতর্কিত হামলা করেন। দা দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় সে যুবক। স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে,কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক স্বপন ভদ্র’কে মৃত ঘোষনা করেন।
সূএে জানা যায় ঘাতক সাগর গৌরীপুর উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে বেশ কদিন আগে মাদক বিরোধী নিউজ করায় ঘাতক সাগর প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্র কে হত্যা করেন। এই বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- মোঃ শফিকুল ইসলাম বলেন, আমরা তথ্য পাওয়ার সাথে সাথে আমাদের টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে,গৌরিপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসামীকে দ্রুত সময়ের মাঝে গ্রেফতার করি। আরও বিস্তারিত তথ্য উপাত্য সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।