স্টাফ রিপোর্টার:
বরাবরের ন্যায় এবারও ১৭ ই এপ্রিল,২০২৪ ইং তারিখ বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও রেলি অনুষ্ঠান সম্পন্ন হয়।
হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিভিশন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে ১৭ ই এপ্রিল,২০২৪ ইং তারিখ বেলা ১১:৩০ মিঃ হইতে দুপুর ৩ টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলরুমে বিশ্ব হিমোফিলিয়া দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অনুষ্ঠানে উপস্থিত সকলকে নিয়ে একটি রেলি হয়।
হিমোফিলিয়া এক ধরনের অতিরিক্ত রক্ত ক্ষরণজনিত একটি রোগ। এটা সাধারণত পুরুষদের হয়ে থাকে এবং মহিলাদের মাধ্যমে বংশানুক্রমে বিস্তার লাভ করে। বিশ্বে প্রতি ১০,০০০ জনে ১ জন মানুষ এ রোগ নিয়ে জন্ম গ্রহণ করে। এসব বিষয় নিয়ে উপস্থিত রোগীদের মাঝে আরোও বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন।
উক্ত আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক- বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস।
অনুষ্ঠানে, ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোঃ হাবিবুর রহমান তারেক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক- ডা.জাকিউল ইসলাম, গাইনী বিভাগের বিভাগীয় প্রধান-প্রফেসর ডাঃ তানজিনা লতিফ যুথি, অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান- ডাঃ মোঃ সাইফুল ইসলাম, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রক্ত পরিসঞ্চালন বিভাগের, ডা.জিনাত ঈশিতা আনসারী।
এছাড়াও উপস্থিত ছিলেন, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিভিশন এর আহবায়ক-মোঃ রমজান আলী (রবিন), যুগ্ম – আহবায়ক মোঃ ফারুক খান, মোঃ ইমরান হোসেন, মোঃ তানজিল আহমেদ,ও সদস্য, মোঃ রাসেল আহমেদ, মোঃ অর্ণব,মোঃ অলি রাজা, সহ, শতাধিক রুগী ও অভিভাবক গন সহ প্রমুখ।