নিজস্ব প্রতিবেদক :
১৪ ফেব্রুয়ারি ২০২৪ (বুধবার) পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ লাল গোলাপের শুভেচ্ছায় ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ গন উপস্থিত ছিলেন।
১লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত অফিসার এবং ফোর্সকে লাল গোলাপের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে কল্যাণ সভা শুরু করা হয়। পবিত্র কোরআন, এসময় গীতা এবং বাইবেল থেকে পাঠের পর পিআরএল গমনকারী ৭ জন পুলিশ সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে ফুল, ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
পরবর্তীতে জানুয়ারি ২০২৪ মাসে চোরাইমাল উদ্ধার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার সংক্রান্তে (আইজিপি) প্রদত্ত বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি পুরস্কার প্রদান করা হয়।
উক্ত কল্যাণ সভায় অভিন্ন মানদন্ডের ভিত্তিতে জানুয়ারি-২০২৪ মাসের সার্বিক কর্ম মূল্যায়ণে নির্বাচিত শ্রেষ্ঠ অফিসারগণ হলেন - ১.শ্রেষ্ঠ সার্কেল অফিসার : জনাব মোঃ শাহীনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল। ২. শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: জনাব মো:শাহ কামাল আকন্দ, পিপিএম(বার), ভালুকা মডেল থানা। ৩.শ্রেষ্ঠ এসআই : জনাব তাইজুল ইসলাম, কোতোয়ালী থানা। ৪. শ্রেষ্ঠ এএসআই: জনাব মাসুম রানা, কোতোয়ালী থানা। ৫. শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার : জনাব মোঃ নজরুল ইসলাম, তারাকান্দা থানা।
৬.শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার: সার্জেন্ট এস এম শওকত হোসেন, সদর ট্রাফিক। ৭.শ্রেষ্ঠ বিট অফিসার: এস আই জনাব মোঃ কাজল হোসেন। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া জেলার শ্রেষ্ঠ অফিসার এবং বিভিন্ন থানার মামলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ উদ্ধার এবং আসামী গ্রেপ্তারের স্বীকৃতি স্বরুপ সর্বমোট ১৯ টি পুরস্কার প্রদান করেন।
কল্যাণ সভার পরবর্তী পর্যায়ে পুলিশ সুপার সহ সকল কর্মকর্তাবৃন্দ মাসিক অপরাধ সভায় যোগ দান করেন। পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন মো: রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শামীম হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সহ ময়মনসিংহ জেলাধীন সকল সার্কেলের সার্কেল অফিসারগন এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আমিনূর ইসলাম রাব্বি,
প্রধান কার্যালয়: মতিঝিল প্লাজা (৪র্থ তলা), ১৯৩/সি-১,ফকিরাপুল,ঢাকা-১০০০। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৬৮,চরপাড়া, মেডিকেল কলেজ গেইট, সদর,ময়মনসিংহ। মোবাইল : ০১৩২১-৬৫০১০০, অফিস: ০১৮৯৬-২৮২০৪০, সম্পাদক : ০১৩২১-৬৫০১০০
Email : dailynobovoor@gmail.com
Copyright © 2024 দৈনিক নব ভোর. All rights reserved.