নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ৯ মার্চ ২০২৪ ইং তারিখ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সদ্য সাবেক মসিক মেয়র -মোঃ ইকরামুল হক টিটু কে টেবিল ঘড়ি প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সিটি কর্পোরেশনে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সাথে নির্বাচনী মতবিনিময় সভার মাধ্যমে টেবিল ঘড়ি মার্কার প্রচারণা শুরু করেন। ২৪ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় নগরীর অনুভব পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভাটির আয়োজন করেন সদ্য সাবেক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও পরিবারবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘড়ি প্রতীকে মেয়র প্রার্থী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বীর মুক্তিযোদ্ধা এড. হারুন আল রশিদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুনরায় মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু বলেন, বীর মুক্তিযোদ্ধাগণ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের সকল অবস্থান ও সকল সাফল্যের দাবিদার বীর মুক্তিযোদ্ধাগণ। তারা যদি রক্ত দিয়ে দেশ স্বাধীন না করতেন তবে কোন কিছুই সম্ভব হতো না।
বিগত সময়ে আমি আপনাদেরকে (বীর মুক্তিযোদ্ধা) আমার সর্বোচ্চ দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা করেছি এবং আপনারা আমাকে সন্তান বা ভাইয়ের মতো দেখেছেন।তিনি আরও বলেন, আমরা ময়মনসিংহ সিটির ভেতর সব বীর মুক্তিযোদ্ধার হোল্ডিং ট্যাক্স ও পানির বিল মওকুফ করেছি। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের দুতলা পর্যন্ত ভবন নির্মাণের নকশা অনুমোদন বিনামূল্যে করে দিয়েছিলাম।আমি কথা দিচ্ছি আগামীতে যদি আপনাদের দোয়ায় আমি নির্বাচিত হতে পারি তাহলে আপনারা বীর মুক্তিযোদ্ধাগন যততালাই বাড়ি করেননা কেন, আপনাদের বাড়ির নকশা অনুমোদন হবে বিনামূল্যে।
বীর মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন অফিসে বীর মুক্তিযোদ্ধা সার্ভিস সেন্টার চালু করবো, সেখানে বীর মুক্তিযোদ্ধাগনদের নাগরিক সেবা প্রদান করা হবে।এছাড়াও তিনি তার বক্তব্যে নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পরিশেষে তিনি আগামী ৯ই মার্চ টেবিল ঘড়ি প্রতীকে ভোট এবং দোয়া চেয়েছেন।
অনুষ্ঠানে এছাড়াও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন- সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক- এম এ কুদ্দুস,সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজল তালুকদার,সহকারী কমান্ডার মোঃ আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মন্ডল,বীর মুক্তিযোদ্ধা বীমল পাল, রেলওয়ে মুক্তিযোদ্ধা কমান্ডার মোয়াজ্জেম হক,বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আতা এলাহী, সহকারী কমান্ডার এড.হাসান আলী খান, সাবেক সদর উপজেলা কমান্ডার গোলাম মোস্তফা,বীর মুক্তিযোদ্ধা সেলিম সরদার রবার্ট, ময়মনসিংহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) উত্তম চক্রবর্তী রকেট, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান,সমাজসেবক আলী ইউসুফ, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল শামীম, পল্লী সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ বুলবুল,পরিবারবর্গের পক্ষ থেকে বক্তব্য রাখেন- জাহানারা খানম।এসময় উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধাগন ও পরিবারবর্গের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।