অথই নূরুল আমিন,কবি,কলামিস্ট ও রাজনীতি বিশেষজ্ঞ:- একুশ আমাদের গর্ব। একুশ আমাদের অহংকার। একুশ মানে মাথা নত না করা। একুশ মানে ভাষা দিবস। একুশ মানে সমগ্র জাতির মাথা উঁচু করে রাখা। একুশ মানে ইউনিসেফের স্বীকৃতি প্রাপ্ত। একুশ মানে মায়ের মুখে বলা ভাষা। এ আমার বাংলা ভাষা।
একুশ মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশ মানে ভাষা আন্দোলনের মাস। একুশ মানে আটই ফাল্গুন।একুশ মানে ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মাস জুড়েই ভাষার মাস।
এরকম হাজারো বুলি তুলে প্রায় সত্তর বছর ধরে পালন হচ্ছে ভাষা দিবস। হাজারো কবির লেখা অসংখ্য কবিতা গান ছড়া প্রবন্ধ নিবন্ধ সহ এমনকি জাতীয় পর্যিয় থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সবাই পালন করে আসছি অমর একুশে ফেব্রুয়ারি।
এদিকে লক্ষ্য করলে দেখা যায়। এখনো দেশের সিংহভাগ মানুষেরা জানে না । এই একুশ মানে কী?
জাতীয় মাতৃভাষা দিবস না হওয়ার আগেই এক শ্রেণির অতি উৎসাহী অতি তোষামোদ কারীরা তড়িঘড়ি করে এই ভাষা দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা বানিয়ে ফেলেছে।
অথচ আমাদের দেশের জন্ম সূত্রে নাগরিকদের মাঝেই ষাট ভাগের উপরে মানুষ রয়েছে। তারা এখনো এই দিবস সম্পর্কে তেমন কিছুই জানে না।
আর আন্তর্জাতিক মাতৃভাষা কারে বলে এটাতো জানে না নব্বই ভাগ মানুষেরা।
এরকম ভাবে আমরা চলাচল করছি। যেন আমরাই সব জান্তা।
বাংলা ভাষা সমগ্র বিশ্বের সবদেশে পৌঁছে যাক। তার আগে দেশের প্রতিটা নাগরিক বাংলা ভাষাও ভাষা দিবস পালন করুন। দেশের সবার মাঝে বিরাজ করুক দেশপ্রেম। সবাই ভালোবাসুক মাতৃভাষা বাংলাকে।