নিজস্ব প্রতিবেদক :
আগামী ৯ ই মার্চ, ২০২৪ ইং তারিখ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন। প্রতীক বরাদ্দ পেয়েছেন ৫ জন মেয়র প্রার্থী। মসিকের ৩৩ টি ওয়ার্ডে ১৪৯ জন সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীরা ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। ২৩ শে, ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ শুক্রবার, সকাল ০৯:৩০ মিঃ সময় হতে দিনব্যাপী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্টরা প্রতীক বরাদ্দ দেন। আয়োজনটি অনুষ্ঠিত হয় নগরীর এড.তারেক স্মৃতি অডিটোরিয়ামে। প্রথমে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। মেয়র পদে প্রার্থী সদ্য সাবেক মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু ও এডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু, দুজনেরই কাঙ্খিত প্রতীক (হাতি)। পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও মসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী এই দুই প্রার্থীকেই নিজেদের মধ্যে সমন্বয় করতে প্রস্তাব দেন।
পরে মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজুর সম্মানার্থে কাঙ্খিত প্রতীক (হাতি) মার্কাটি ছেড়ে দেন। পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও মসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি (ঘড়ি) প্রতিক চাইলে সেই (ঘড়ি) প্রতীক টি তাকে বরাদ্দ দেওয়া হয় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজুকেই (হাতি) প্রতীক বরাদ্দ দেয়া হয়।
পুনরায় মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক পাওয়ার পর হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আনন্দ উচ্ছ্বাসে (ঘড়ি স্লোগানে) মূখরিত হয়ে ওঠে টাউনহল প্রাঙ্গণ।
প্রতীক পাওয়ার পর মেয়র প্রার্থী মোঃ ইকরামুল হক টিটু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সম্মানিত ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, দীর্ঘদিন সুখে-দুঃখে আপনাদের পাশে থেকে কাজ করেছি, উন্নয়নের চেষ্টা করেছি। আমাকে জদি আপনাদের মহা মূল্যবান ভোট দিয়ে পুনরায় মেয়র হিসেবে বিজয়ী করেন তাহলে আপনাদের সাথে নিয়ে আগামী দিনে অসমাপ্ত এবং চলমান প্রক্রিয়াধীন কাজগুলোও বাস্তবায়ন করে ময়মনসিংহ নগরীকে একটি সমৃদ্ধ স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে জাবো। আগামী ৯ ই মার্চ ২০২৪ ইং তারিখ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে টেবিল ঘড়ি মার্কায় আমাকে ভোট দিবেন এই প্রত্যাশা আপনাদের কাছে।
অন্যদিকে মেয়র পদে অন্য যে ৪ (চার) প্রার্থীরাও প্রতীক পেয়েছেন তারা হলেন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম পেলেন (ঘোড়া), ময়মনসিংহ শহর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট সাদেকুল হক খান মিল্কী টজু পেলেন (হাতি), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, এবং কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে।
পরিশেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও মসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন সকল প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার আহ্বান করেন।
উল্লেখ্য যে, আগামী ৯ ই মার্চ ইভিএম পদ্ধতিতে মসিক নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।