আরিফুল ইসলাম হাবিব:
যে ভালোবাসায় ভোলায় মোরে মিছে আশায় ভুলায় না , সেই তো সবার প্রিয়। বরেণ্য কণ্ঠশিল্পী মান্নাদের এই গানের কলির মতোই সবার প্রিয় হয়ে উঠেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী ইকরামুল হক টিটু। যতই দিন যাচ্ছে তার সময়ের ঘড়ি জানান দিচ্ছে তার জনপ্রিয়তার কথা।
ইতিমধ্যেই প্রচার প্রচারণায় জনপ্রিয়তার মাধ্যমে সবচেয়ে এগিয়ে আছেন ময়মনসিংহের সবার আপনজন ইকরামুল হক টিটু। আগামী ৯ই মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখেই নিরলস ভাবে চালিয়ে যাচ্ছেন তার ঘড়ি প্রতীকের প্রচারণা।
তার এই নিরলস পথ চলাতি যেন আনন্দ। তারি ধারাবাহিকতায়, গত ২মার্চ ময়মনসিংহ শহরের চামড়া গুদাম এলাকায় এক নির্বাচনী গণ সংযোগ ও প্রচারণায় দেখা যায় এই জনপ্রিয় প্রার্থী ইকরামুল হক টিটুকে।
তার নির্বাচনী প্রতীক ঘড়ি মার্কা নিয়ে প্রতিদিন গণসংযোগ করছেন বিভিন্ন এলাকায়, দেখা যায় বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও তার নিরন্তর প্রচারণা ও জনপ্রিয়তার কথা জানান দিতেই ভিড় করছেন প্রতিদিন এবং বংশীয় শহরের ভোটারদের মধ্যেও দেখা যাচ্ছে তার জনপ্রিয়তার ইমেজ।