1. admin@dailynobovoor.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের আকুয়া মহল্লা ডিফেন্স পার্টির আয়োজনে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রেসক্লাব গফরগাঁও উপজেলা শাখার কমিটি অনুমোদন ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সরকারের দায়িত্ব হচ্ছে সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে জানানো,ময়মনসিংহে “ওয়ার্কসপ অন ফেক্টস ফর লাইফ উইথ ফিল্ড প্রেকটিস” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পুলিশ ও ম্যাজিষ্ট্রেটের সামনে সংঘর্ষ: অবৈধ বালু উত্তোলন রুখে দিল এলাকাবাসী, ড্রেজারসহ ব্লাকহেড নৌকা আটক বিশ্বাস বড় অমূল্য, কবি অথই নূরুল আমিন শুধু নেতা নয়,নীতির পরিবর্তন চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ নুরজাহান বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) চট্টগ্রাম জেলা শাখা’র কমিটি গঠিত দেশ জুড়ে বিভিন্ন পাঠাগারে বই উপহার দিলেন,অথই নূরুল আমিন ময়মনসিংহে প্রবীণ সাংবাদিক স্বপন ভদ্র’কে হত্যা,ঘাতক সাগর গ্রেফতার

ত্রিশালের বৈলরে রবিউল হত্যা মামলার আসামী কর্তৃক হুমকি প্রদানের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

ত্রিশাল উপজেলার বৈলর মঠবাড়ী বড়পুকুর পাড় এলাকায় এতিম কিশোর রবিউল হত্যা মামলার আসামী মো: মিন্টু মিয়া ও আব্দুর রহমান বাবলু কর্তৃক বাদী মো: জাকির হোসেনের ভগ্নিপতিকে পথরোধপূর্বক গালিগালাজ করে মারধর ও হত্যার হুমকি প্রদান করার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত ১৮ মে ২০২৩ তারিখ উজ্জল মিয়া গং দোকান হতে চুরির অভিযোগ তুলে এতিম কিশোর রবিউল’কে জনসম্মূখে নির্মমভাবে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য অজ্ঞান অবস্থায় পুকুরে ফেলে দেয়। পরে উপস্থিত মানুষেরা রবিউলকে পুকুর থেকে তুলে আনে। আসামীদের বাঁধার মূখে বিনাচিকিৎসায় একসপ্তাহ থাকার পর শারীরিক অবস্থার চরম অবনতি হলে ২৬ মে ২০২৩ তারিখ সিএনজিযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ

হাসাপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বজনেরা রওয়ানা দেন। পথিমধ্যে এতিম কিশোর রবিউল মৃত্যুরকোলে ঢলে পড়ে। এসময় জাতীয় সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ত্রিশাল থানা পুলিশ এসে রবিউলের লাশ থানায় নিয়ে যায়। পরবর্তিতে লাশ ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালের মর্গে প্রেরণ করে। নির্মম এই হত্যাকান্ডে রবিউলের মামা মো জাকির হোসেন একই গ্রামের মো: উজ্জল মিয়া’কে প্রধান আসামী এবং অন্য ০৪ জনের নাম উল্লেখ করে ত্রিশাল থানায় পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪২/৩৪ ধারায় মামলা দায়ের করেন।

বিভিন্ন সময়ে পুলিশ মামলার আসামী আব্দুর রহমান, মো: কামাল হোসেন লিটন, মো: মিন্টু মিয়া ও মো: কাজল মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তিতে গ্রেফতারকৃত সকল আসামী একে একে জামিনে বের হয়ে আসে। বর্তমানে তারা জামিনে রয়েছে।

সম্প্রতি ত্রিশাল থানা কর্তৃক উক্ত হত্যা মামলার চার্জশীট ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে (সিএস নং ১৮, তারিখ ৩০ জানুয়ারি ২০২৪)। বর্তমানে বিজ্ঞ আদালতে মামলাটি চলমান রয়েছে। চার্জশীট দাখিলের পর হতে আসামীপক্ষ বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। যার ধারাবাহিকতায় গত ০২ মার্চ ২০২৪ তারিখ দুপুর ১২টার দিকে মঠবাড়ীস্থ কাশেম আলীর বাড়ীর সামনে মামলার বাদী মো: জাকির হোসেন এর ভগ্নিপতি মো: মোখলেছুর রহমানকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে যে, হত্যা মামলাটি আপোষ মীমাংসা না করলে বা আদালত হতে প্রত্যাহার না করলে তাকে এবং মামলার বাদী ও অন্যান্য নিকটাত্মীয়কে সুযোগ পেলে মারধর, জখমসহ হত্যার হুমকি প্রদান করে।

এর প্রেক্ষিতে রবিউল হত্যা মামলার বাদী মো: জাকির হোসেন এর ভগ্নিপতি মো: মোখলেছুর রহমান বাদী হয়ে গত ০৩’মার্চ ২০২৪ তারিখ ত্রিশাল থানায় জিডি করেছেন (জিডি নং ১১৬)। বর্তমানে বাদীপক্ষ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। তারা আসামীদের বিরুদ্ধে পুলিশ কর্তৃক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নব ভোর
Theme Customized By Shakil IT Park