স্টাফ রিপোর্টার:
১৬ অক্টোবর ২০২৪, নুরজাহান বেগমের প্রথম মৃত্যুবার্ষিকি উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নুরজাহান বেগম, কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক অথই নূরুল আমিনের মাতা।
নুরজাহান বেগম ১৯৪৭ সালে নেত্রকোনা জেলায় মোহনগঞ্জ উপজেলার ৭ নং গাগলাজুড় ইউনিউনের মান্দারবাড়ী গ্রামে এক ধনাঢ্য তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আসন আলী তালুকদারের ৯ সন্তানের মাঝে নুরজাহান পঞ্চম সন্তান।
উপযুক্ত সময়ে পারিবারিক আলোচনার মাধ্যমে, সুনামগঞ্জ জেলায় ধর্মপাশা উপজেলার দুবরাকান্দা গ্রামে তৎকালীন জমিদার হাজী ডুমন খাঁর সুযোগ্য দ্বিতীয় সন্তান মোঃ আব্দুল হক খান ( হক সাহেব ) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নুরজাহান বেগম ১৯৬৫ ইং সনে।
রত্ন গর্ভা নুরজাহান বেগম, ১৬/১০/২০২৩ ইং তারিখে তিনি পরলোকে গমন করেন। মরহুমার তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয় স্বজন গুণগ্রাহীও নাতি – নাতনি রেখে যান। নুরজাহান বেগমের বড় সন্তান, অথই নূরুল আমিন, দ্বিতীয় সন্তান, মোঃ জামাল খান, তৃতীয় সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার খান। বড় মেয়ে আছমা খানম প্রভা ও নাজমা খানম ইভা।
আজকে দুপুর নামাজের পর ঢাকার মোহাম্মদপুরে মরহুমার বড় ছেলে অথই নূরুল আমিনের বাসভবনে মরহুমার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ ও দোয়া পাঠ করেন মুফতি হুমাইদ কাসিমি প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসাতুল উলূম আদ দ্বীনিয়্যাহ, উক্তি আয়োজেন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বেগম নাসিমা আমিন ( পুত্রবধু) দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা অংশ নিয়েছেন। যারা মরহুমার বিদেহী আত্মার কামনা করেছেন। সবার প্রতি মরহুমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। নুরজাহান বেগমের সন্তানেরা।