নিজস্ব প্রতিবেদক :
বুধবার (১৮ ডিসেম্বর) ২০২৪ সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশনায় সারাদেশের ন্যায় জেলা ও উপজেলায় বাংলাদেশ প্রেস ক্লাবের কমিটি গঠনের ধারাবাহিকতায় ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার ও ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক সজীব রাজভর বিপিনের স্বাক্ষরিত ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সাংবাদিক বেলাল হোসেন বেলালকে সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ মোফাজ্জল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত আয়োজনে উদ্বোধক হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি-সাংবাদিক ফরিদ খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক মাহমুদুল হাসান শামীম তালুকদার।
ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলার সভাপতি সাংবাদিক মোঃ খালেদ হাসান।
উক্ত অনুষ্ঠানটি গফরগাঁও উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলার সহ-সভাপতি সাংবাদিক মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল , বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন এর ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান, সাংবাদিক মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ময়মনসিংহ জেলার অর্থ-বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ মিজানুর রহমান সহ প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন গফরগাও উপজেলা শাখার সভাপতি- সাংবাদিক বেলাল হোসেন বেলাল।
গফরগাঁও উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে অনুমোদনপ্রাপ্ত কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি সাংবাদিক লিমা আক্তার জুই, এশিয়ান টিভি, সহ সভাপতি – সাংবাদিক মোহাম্মদ মাহাবুবুল আলম, , দৈনিক আজকের দর্পন,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আব্দুল ওয়াহাব, দৈনিক দেশ বর্তমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম কাঞ্চন, দৈনিক আমার কাগজ, সদস্য – সাংবাদিক মোহাম্মদ সারোয়ার ফরাজী, দৈনিক আজকালের খবর, সাংবাদিক মোহাম্মদ কামাল মন্ডল, দৈনিক দেশ।
আলোচনায় সাংগঠনিক ও সাংবাদিকদের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন
উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাংলাদেশ প্রেস ক্লাবের মূল লক্ষ্য ‘ জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতায় নিরাপত্তা। ‘ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরিদ খান। যার গভ: রেজি: নং – ৯৮৭৩৬/১২।